স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে শারদীয় দূর্গাউৎসবের বিজয়া পরবর্তী শুভেচ্ছা প্রদান করেছে শহরে কাটিয়া সার্বজনীন মন্দির কমিটির নেতৃবৃন্দ। গতকাল বেলা ১১টায় কাটিয়া মন্দিরের দূর্গাপূজা উযদাপন কমিটির আহবায়ক সাবেক প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশের নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কক্ষে প্রবেশ করেন। এসময় শান্তিপূর্ণ পূজা উদযাপন করা জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানান। পূজা উদযাপন কমিটির আহবায়ক সাবেক প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, অন্যান্যদের মধ্যে উপস্থিত সাতক্ষীরা চেম্বার অফ কমার্স ইন্ডাষ্ট্রিজ সভাপতি নাছিম ফারুক খান মিঠু, পূজা উদযাপন কমিটির সদস্য সচিব মনোরঞ্জনর কর্মকার। মন্দির কমিটির সহ-সভাপতি শংকর রায়। পরে জেলা প্রশাসক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।