স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় শিল্পের শহর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আব্দুর রশিদ, কবি তৃপ্তি মোহন মলিক, মনিরুজ্জামান ছট্টু, উদীসীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, এসময় জেলা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন।