স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় শিশির ল একাডেমীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় শিশির ল একাডেমীতে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক এড. সালাউদ্দীন আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এড. শাজাহান জাহাঙ্গীর, এড.আব্দুর রাশেদ, এড.সাইদুর রহমান সাইদ, এড.এসএম ফয়সাল আহম্মেদ, এড. ওয়ালিউল্লাহ, এড. শেখ সাইফুর রহমান, এড. আমিনুর রহমান, এড. নজরুল ইসলাম, এড.আবু তাছিন বাবলু প্রমুখ। এছাড়া একাডেমীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন এড. মো: বাহারুল ইসলাম। ইফতারের পর শিশির ল একাডেমীর পক্ষ থেকে ১৭ জন নবীন আইনজীবীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।