মীর আবু বকর \ সাতক্ষীরায় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা ২০২৩ আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বাংলাদেশ এ্যাথলেটিকস্ ফেডারেশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে গতকাল সকালে জেলা পর্যায়ে খেলা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি জাতীয় পতাকা ও বেলুন -ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতা উদ্বোধন করেন। সকল খেলায় সাতক্ষীরার ছেলেমেয়েরা এগিয়ে রয়েছে। খেলার মাধ্যমে সাতক্ষীরাকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করেছে। জাতীয় দলে বিভিন্ন খেলায় সাতক্ষীরার ছেলেমেয়েরা নেতৃত্ব দিচ্ছে। আগামীতে সাতক্ষীরা থেকে আরো অনেক খেলোয়াড় তৈরি হবে। তিনি আরো বলেন বঙ্গবন্ধুর পুত্র শেখ কামাল বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি ক্রীড়াঙ্গনকে আলোকিত করেছিলেন। শেখ কামাল খেলাধুলার মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি কাজী মনিরুজ্জামান (পিপিএম), এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা আহবায়ক ও অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিঃ জেলা প্রশাসক সার্বিক শেখ মঈনুল ইসলাম মঈন, জেলা ক্রীড়া সংস্থার সাধাঃ সম্পাদক মীর তানজির আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, ক্রীড়া সংস্থার যুগ্ম সাধাঃ সম্পাদক মোঃ সাইদুর রহমান (শাহিন), মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য কাজী আক্তার হোসেন, ইকবাল কবির খান বাপ্পি, স.ম সেলিম রেজা, ফারহা দীবা খান সাথী, শিমুন শামস্, কাজী কামরুজ্জামান, দ্রুততম মানবী শিরিন আক্তার, ক্রীড়াবিদ সেতারা জামান। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থা নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খন্দকার আরিফ হাসান প্রিন্স।