বিএনপি-জামায়াতের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের আয়োজনে শহরের খুলনারোড মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে খুলনা রোড মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। জাতীয় শ্রমিকলীগের জেলা আহবায়ক মো: আব্দুলাহ সরদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মটর শ্রমিকলীগ নেতা শেখ রবিউল ইসলাম রবি, কাজী আক্তারুজ্জামান মহব্বত, শেখ শফিউল ইসলাম শফি, জাকির হোসেন টিটু, শেখ মোকছুর রহমান, আব্দুস সালাম, গাউছ আলী, ওলিউর রহমান মুকুল, বাসুদেব, নাছির হোসেন, মোসলেম আলী, বাবুল হোসেন, শিমুল হোসেন, ইসমাইল হোসেন, সাখাওয়াত হোসেন, মিজানুর রহমান মিজান, রুবেল হোসেন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, জেলা, উপজেলা ও পৌর শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি। -প্রেস বিজ্ঞপ্তি