স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় সংবাদপত্র পরিবেশন কারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। গাছ লাগান পরিবেশের ভারসাম্য রক্ষা করুন এই প্রতিপাদকে সামনে নিয়ে হাসিমুখ – সেঞ্চুরী একাডেমীর সহযোগিতায় গতকাল সকাল ৯ টায় দৈনিক দৃষ্টিপাত ভবনে গাছের চারা বিতরণ করা হয়। দৈনিক দৃষ্টিপাতসহ জাতীয় দৈনিক পত্রিকা পরিবেশনকারী সদস্যদের মাঝে চারা তুলে দেন সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দিন, দৈনিক দৃষ্টিপাত ম্যানেজার বুলবুল আহমেদ। গাছের চারা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন সংবাদপত্র পরিবেশনকারীরা। উল্লেখ্য গতকাল দিনব্যাপী সাতক্ষীরা হাসিমুখ-সেঞ্চুরী একাডেমির পরিচালক ও জেলা আলীগের শিল্প ও বানিজ্য সম্পদক শেখ এজাজ আহমেদ স্বপন সড়ক ও জনপদ বিভাগের, গণপূর্ত বিভাগের এবং জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বিভিন্ন ফলজ বৃক্ষ তুলে দেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ও খালি জায়গায় নিজ হাতে বৃক্ষ রোপন করেছেন জেলা আলীগের শিল্প ও বানিজ্য সম্পদক শেখ এজাজ আহমেদ স্বপন। তার এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গাছ পাওয়া কর্মকর্তা কর্মচারীরা।