বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

সাতক্ষীরায় সদর সংসদ সদস্যও সদর উপজেলা চেয়ারম্যানের সংবর্ধনা প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৭ জুলাই, ২০২৪

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু বলেছেন, সাতক্ষীরায় সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কোন কথা নেই। যারা এই মাটিতে জন্ম নিয়েছেন তারা এই মাটির সন্তান। এই মাটিতে সকল নাগরিক সমান অধিকার নিয়ে বসবাস করবে। কেউ নিজেকে সংখ্যালঘু বলে ছোট করবেন না।
গতকাল বিকেলে সাতক্ষীরা জেলা মন্দির কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বলেন, সাতক্ষীরা সদরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচত করেছে। বর্তমান জোট সরকার হলো ধর্মনিরপেক্ষ,অসাম্প্রদায়িক। জেলা মন্দির সমিতির সভাপতি এ্যাড. সোমনাথ ব্যানার্জী সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু।
জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদ সাধারন সম্পদক বিশ্বাস নাথ ঘোষ, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঐক্য পরিষদের সাধারণ সম্পদক স্বপন কুমার শীল, জেলা মন্দির সমিতির সহ-সভাপতি দিলীপ কুমার চ্যাটার্জী, সনাতন দাস, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পদক আনোয়ার হোসেন চান্দু, প্রচার সম্পাদক কমল বিশ্বাস, শ্রীশ্রী রাধা শ্যাম সুন্দর মন্দিরের পরিচারক ব্রহ্মচারী শ্রী শ্যামানন্দ কৃষ্ণ দাস, সাতক্ষীরা স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ সভাপতি শ্রী নয়ন কুমার সানা প্রমূখ।
সংবর্ধনা শেষে শ্রীশ্রী জগন্নাথদেবের পুনঃ রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মো.আশরাফুজ্জামান আশু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু সহ অন্যান্য অতিথিবৃন্দ। ফিতা কেটে শোভাযাত্রা উদ্বোধন করেন”।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com