স্টাফ রিপোর্টার ঃ সারাদেশের ন্যায় সাতক্ষীরা শুরু হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। মহাছষ্ঠীর মাধ্যমে দুর্গাপূজার আর্নুষ্ঠানিক শুরু হয়। দুর্গাপূজা উপলক্ষে মন্ডপ গুলি নানা সাজে সজ্জিত করা হয়েছে। মন্ডপ সহ পার্শ্ববর্তি এলাকায় বাহারী ঝিলমিলি আলোয় আলোকিত করেছে। প্রধান ধর্মীয় উৎসবে ভক্ত ও শ্রোতাদের আকর্ষন বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করেছে। গতকাল মহা ছষ্টীতে সকাল থেকে মন্ডপে আসতে শুরু করা ভক্তরা, পরিবার পরিজন নিয়ে এক মন্ডপ দেবী দূর্গাকে প্রনাম করছে। সন্ধ্যায় মন্ডপে ঢাক, ঢোল, উলু, শঙ্খ, বাশিতে প্রকম্পিত হচ্ছে পুরো মন্ডোপ। আগরবাতি আর ধনি সুঘ্রান ধোয়ায় বাতাসে ভাসছে। সর্বত্র আনান্দ আর উচ্ছাসে ভাসছে সনাতন ধর্মাবলম্বীরা। মন্ডপে মন্ডপে চলছে বিভিন্ন কর্মযজ্ঞ ভক্তরা দেবীদূর্গা সামনে বসে মনে মনে জপ করছে। গতকাল রাতে শহরের পলাশপোল সর্বজনীন পূজা মন্ডপে গিয়ে দেখাগেছে,ভক্তরা দেীবীদূর্গার সামনে বসে আছে। পাশে ধর্মীয় বিভিন্ন প্রতিযোগিতা চলছে। পূরা মন্ডব জুড়ে আনন্দো উচ্চাসিত ভক্তরা। মন্ডপে নিরাপত্তা রয়েছে পুলিশ আনছার সহ সাদা পোশাকে বিভিন্ন সদস্যরা। আজ মহা সপ্তমী সমাগম ঘটবে। পলাশপোল সার্বজনীন পূজা মন্ডপে উপস্থিত ছিলেন। সভাপতি অমিত মল্লিক, সাধারন সম্পাদক সমীর কুমার বসু, কোষাধ্যক্ষ রুপকুমার, সম্প্রতি বাংলাদেশ জেলা সভাপতি ডা: সুব্রত ঘোষ সহ অনেকে। উল্লেখ্য সম্প্রীতির বাংলাদেশ জেলা কমিটির সদস্যরা বিভিন্ন মন্ডপে নিরাপত্তা জন্য কাজ করছে।