মীর আবুবকর \ সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ সম্পন্ন হয়েছে। নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদকে সামনে নিয়ে সারা দেশে ন্যায় সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন করেন অতিঃ জেলা প্রশাসক রাজস্ব মোঃ তানজিলুর রহমান। তিনি বলেন, সাতক্ষীরার মাছের বেশ সুনাম রয়েছে। দেশি জাতের মাছ উৎপাদন আরো বাড়াতে হবে। সরকারি নিষেধাজ্ঞার সময় কোন অবস্থায় নদীতে মাছ ধরা যাবে না। শুধু কঠোর আইন দিয়ে সবকিছু সমাধান করা যায় না মৎস্যজীবীদের আন্তরিকতা থাকতে হবে। মাছে অপদ্রব্য পুশ করা থেকে বিরত থাকতে হবে। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলারচর চিংড়ী প্রদর্শনী খামারের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইছাক আলী, পোনা ব্যাবসায়ী কাজী আফছার আলী, মৎস্য চাষী আশরাফুল করিম ধনী, সহকারি মৎস্য অফিসার মোঃ লুৎফর রহমান, মৎস্য মৎস্যজীবী সমিতির সাঃ জিলুর রহমান, খুদ্র-নৃ-গোষ্ঠীর সভাপতি মোঃ মোখলেছুর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। এসময় মৎস্য চাষী, ব্যাবসায়ী মৎস্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।