স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৩ পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি এই প্রতিবেদকে সামনে নিয়ে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে গতকাল বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে যশোর সামাজিক বনায়নের সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ প্রশাসক সার্বিক শেখ মইনুল ইসলাম মঈন। তিনি পুরস্কার বিতরণ করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার আল আমিন,সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার,সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, জেলা নার্সারি মালিক সমিতির কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, সেবা সংস্থার সভাপতি এস এম কওছার সহ বিভিন্ন নার্সারি মালিক ও অসংখ্য বৃক্ষপ্রেমী। উল্লেখ্য গত ৩রা সেপ্টেম্বর বৃক্ষমেলা উদ্বোধন হয়েছিল।