শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন

সাতক্ষীরায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে সেবা বুথ উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

মীর আবু বকর ॥ সাতক্ষীরায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে সেবা বুথ উদ্বোধন হয়েছে। “সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন” স্লোগানকে সামনে নিয়ে গতকাল বিকাল সাড়ে ৩ জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি সর্বজনীন পেনশন স্কিম বুথ উদ্বোধন কালে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রের সকল মানুষের জন্য পেনশন ব্যবস্থা করেছেন। প্রত্যেক ব্যক্তি একটি নির্দিষ্ট সময় এই সুবিধা ভোগ করতে পারবে। তবে সুবিধা ভোগীকে সরকারি নির্দেশনা মেনে টাকা জমা দিতে হবে। টাকা জমা কারীর বয়স ৬০ বছর পূর্ণ হলে তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত পেনশন পাবেন। এটি নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নয়, বিভিন্ন ক্যাটাগরিতে পেনশন স্কিম করতে পারবেন। আপনি যে টাকা জমা দিবেন সরকার কর্তৃক আপনার টাকা দ্বিগুণ করা হবে। এটি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ। বৃদ্ধ বয়সে সার্বজনীন পেনশন আপনার জীবন চলার সহায়ক শক্তি। সকল শ্রেণীর পেশার মানুষকে সার্বজনীন পেনশন স্কিম চালু জন্য আহবান করেছেন। এসব উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক সার্বিক মোঃ সরোয়ার হোসেন, অতিঃ জেলা প্রশাসক রাজস্ব কাজী আরিফুর রহমান, অতিঃ জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মইনুল ইসলাম মঈন, সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com