স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় সাংবাদিক কল্যান ট্রাস্টের অনুদানের চেক পেলেন ৪ সাংবাদিক। বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২২-২৩ অর্থ বছরের (১ম কিস্তি) অনুদানের সহায়তা চেক বিতরন করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এক এক করে ৪জন সাংবাদিকের হাতে চিকিৎসা সহায়তার অনুদানের চেক প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতি: জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সহকারী কমিশনার আব্দুলাহ আল আমিন। চেক গ্রহনকারী সাংবাদিক কৃষ্ণ মোহন ব্যানার্জী, ইব্রাহিম খলিল, রনজিৎ বর্মন, আনওয়ার হোসেন সহ তাদের পরিবারের সদস্যরা। চেক গ্রহনের পর সাংবাদিক বৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।