স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীন পরিবারকে মারপিট ও জখমের মামলা থেকে জামিন মুক্ত হয়ে আসামীরা মামলা তুলে নিতে হুমকি প্রদান করছেন। গতকাল সকাল ১০টায় সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেছেন শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কাজী নাসির উদ্দিন অভিযোগে উলেখ করেছেন তিনি সহ তার পরিবারের সদস্যদের গত ১৬ সেপ্টেম্বর পুরাতন সাতক্ষীরা বসতিপাড়া এলাকায় ফজলু হক, বজলুর রহমান পিতা মোঃ শফি, ঐ এলাকার শহিদুল ইসলামের পুত্র মোঃ রোকন সহ বেশ কয়েক জন মারপিট করে জখম করে। এঘটনায় তিনি সদর থানায় মামলা দায়ের করেন। আসামীরা উক্ত মামলায় বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়ে গতকাল সকাল ১০টায় আমাদের বাড়ির সামনে এলে অশ্লীল ভাষায় গালিগালাজ দিয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করেন। মামলা তুলে না নিলে বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দিন সহ পরিবারের সদস্যদের খুন জখম ও মিথ্যা মামলা দিয়ে ফাসিয়ে দেওয়ার হুমকি প্রদান করেন। তিনি সহ পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তার জন্য সহযোগিতা কামনা করেছেন।