স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় সাধারন মানুষদের স্বাস্থ্য সুরক্ষায় বিষয়ক সচেতনতামুলক প্রচারাভিজান অনুষ্ঠিত হয়েছে। অধিদপ্তরের লাইফস্টাইল, হেলথ এডুকেশন ও প্রমোশন অপারেশনাল প্লানের সার্ভিস প্যাকেজের আওত্তায় সহযোগী সংস্থা ঢাকা আজমীর ইন্টারন্যাশনাল বাস্তবায়নে ইউনিভার্সেল হেলথ কাভারেজ টুওয়ার্ডস এসডিজি এন্ড স্মার্ট বাংলাদেশ শীর্ষক প্রচারাভিজান গতকাল সিভিল সার্জন অফিস থেকে বের হয়ে দিনভর পৌরসভার ও সদর উপজেলা বিভিন্ন জনসমাগম স্থলে সুসজ্জিত গাড়ীযোগে প্রচার ও লিফলেট বিতরন করেন হয়। প্রচারে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরেন। বিশেষ করে মানুষদের শারিরিক ও মানসিক স্বাস্থ্য এবং ধনী দরিদ্র কমিউনিটি ক্লিনিক, মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রদান সহ অসংক্রামক রোগ যেমন হৃদরোগ,ডায়বেটিস, চক্ষু, কিডনিসহ নানা রোগ বিষয়ে ধারণা প্রদান করেন।সকল মানুষদের মৌলিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নারী-পুরুষসহ সাধারন মানুষ বিশেষ করে বয়ষ্ক অংশগ্রহণ করেন।