বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:১২ পূর্বাহ্ন

সাতক্ষীরায় সাপ্তাহিক দখিনায়ন সম্পাদকের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় অধুনালুপ্ত সাপ্তাহিক দখিনায়ন সম্পাদক মুফতি আব্দুর রহিম কচির ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের অদূরে লেকভিউতে সাতক্ষীরা সাংবাদিক ঐক্যের আয়োজনে সাংবাদিক ঐক্যের আহবায়ক প্রবীন সাংবাদিক সুভাষ চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহসভাপতি ও কালের চিত্র পত্রিকার সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু আহমেদ, দৃষ্টিপাত সম্পাদক ও জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জিএম নূর ইসলাম, পত্রদূতের সম্পাদক মন্ডলীর সভাপতি সাবেক অধ্যক্ষ আনিছুর রহিম, পত্রদূতের উপদেষ্টা সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান। বক্তারা বলেন, আব্দুর রহিম কচি একজন সৎ ও নিষ্ঠাবান সম্পাদক। তৎকালীন সময়ে তিনি অত্যন্ত সাহসিকতার সাথে সংবাদ পরিবেশন করে গেছেন। সত্য সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কারোও সাথে আপোষ করেননি। তিনি অত্যন্ত সৎভাবে জীবন যাপন করতেন। তিনি কখনও প্রতিহিংসা পরায়ন ছিলেন না। অন্যায়ের কাছে মাথা নত করেননি। তার মত মানুষ হারিয়ে সাতক্ষীরার সাংবাদিকদের মধ্যে শূণ্যতা বিরাজ করছে। আমরা কচি ভাইয়ের মাগফিরাত কামনা করি। আল­াহপাক তাকে বেহেশত নছীব করুক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল জলিল, রবিউল ইসলাম, আমিনুজ্জামান বাবু, আহসানুর রহমান রাজীব, শাহনেওয়াজ মাহমুদ রনি, আলী নূর বাবলু, প্রভাষক ইদ্রিস আলী প্রমুখ। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেশ টিভির সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল­াহ কায়সার সুমন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com