স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলার রেজিষ্ট্রার ও সাব-রেজিষ্ট্রার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে দুর্নীতি বিরোধী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা রেজিষ্ট্রারের সম্মেলন কক্ষে জেলা রেজিষ্ট্রার মুহাম্মদ আবু তালেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনা উপ-সহকারী পরিচালক মো: মহসীন আলী। তিনি বলেন, সেবার মান বৃদ্ধির পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আইন ও বিধির সঠিক প্রয়োগে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। দলিল রেজিষ্ট্রি করার পূর্বে চেক করে নিবেন অফিসে দালালদের দৌরাত্বদুর করতে হবে। জনগনের সাথে সরাসরি সম্পৃক্ত জরুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, সাধারন সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুর রব ওয়ার্ছি, অধ্যক্ষ রেজাউল করিম, সদস্য ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন, সদর সাব-রেজিষ্ট্রার রিপন মুনসি, কলারোয়া সাব-রেজিষ্ট্রার মঞ্জরুল হাসান, ইসলাম কাটি (তালা) সাব রেজিষ্ট্রার ময়নুল হক, জেলা রেজিষ্ট্রার অফিসের প্রধান সহকারী ফতেমা নাসরিন। এসময় জেলা রেজিষ্ট্রার অফিসের বিভিন্ন দপ্তরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা।