স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলায় সামাজিক স¤প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউলাহ আল হাদী, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতি: পুলিশ সুপার সদর সার্কেল মীর আছাদুজ্জামান, সাতক্ষীরা ইসলামীক ফাউন্ডেশন উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, চালতেতলা গীর্জার সভাপতি হেনরি সরদার, অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অতি: জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমান সহ জেলা প্রশাসকের কর্মকর্তা, জেলা পুলিশের কর্মকর্তা উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।