স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাঃ লিঃ ২য় তলা স¤প্রসারন শাখা উদ্বোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আছর সাতক্ষীরা শহরের ইটাগাছা মোড় কুরিয়ার সার্ভিসের প্রধান শাখার ২য় তলায় কুরিয়ার সার্ভিসের এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার মাশরুকোদ্দোজা নিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাঃ লিঃ উপ-ব্যবস্থাপক পরিচালক এসএ বরকত বাবু। তিনি ফিতা কেটে উদ্বোধন করেন। এসময় বলেন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস একটি সেবামূলক ব্যবসায়িক প্রতিষ্ঠান। সাধারন মানুষ এই প্রতিষ্ঠান থেকে কোন রকম ভোগান্তি না পাই সেটাই আমাদের কাম্য। এই প্রতিষ্ঠানের সম্মান অক্ষুন্ন রাখতে সর্বোত্তম কাজ করে যাবেন। এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, বিশেষ অতিথি হিসাবে আরোও উপস্থিত ছিলেন দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের প্রাঃ লিঃ উপপরিচালক ফজলে হক, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বিভাগীয় প্রধান আসলাম পারভেজ মুন্না। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, এছাড়া সাতক্ষীরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের প্রাঃ লিঃ কর্মকর্তা, কর্মচারী সহ গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম ও আসলাম পারভেজ মুন্না। এর পরে শহরের খুলনা রোড মোড়ে বিকাল ৫টায় প্রধান অতিথি সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাঃ লিঃ উপব্যবস্থাপক এসএ বরকত বাবু অন্যান্য অতিথিদের নিয়ে উক্ত শাখার উদ্বোধন করেন।