স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় সুমাইয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উদ্বোধন এবং ছবক প্রদান করা হয়েছে। গতকাল সকালে সুমাইয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসা ময়দানে অত্র মাদ্রাসার সভাপতি মোঃ আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। তিনি মাদ্রাসার উদ্বোধন করেন। প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী সোনালী লোদী। সবক প্রদান করেন জামিআ ওমর বিন খাত্তাব (রাঃ) মাদ্রাসা, খুলনার মুহতামিম পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মুফতী আব্দুল হাই (দা: বা:)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, সদর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুর রশিদ, সাবেক চেয়ারম্যান মো: মিজানুর রহমান বাবু, সাবেক চেয়ারম্যান মো: সামছুর রহমান, প্রধান শিক্ষক মো: মমিনুর রহমান, অল মাদ্রাস ার প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মান্নান, হাসানুল বান্না জামে মসজিদের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী হাবিবি, খতিব মাওলানা আজাদুল ইসলাম, মাওলানা রুস্তম আলী। এছাড়া অত্র মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গজল পরিবেশন করেন শিল্পী ইব্রাহিম। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মাদ্রাসার সেক্রেটারী মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।