স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় সেবা সংসদের উদ্যোগে তালের বীজ রোপন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সামাজিক বনায়ন স¤প্রসারনের লক্ষ্যে গতকাল সকাল ৯টায় শহরের অদূরে যোগরাজপুর মোড়ে তাল বীজ রোপন উদ্বোধন করেন। সাতক্ষীরা সামাজিক বন বিভাগের কর্মকর্তা জিএম মারুফ বিলাহ। পরে পর্যায়ক্রমে সাতক্ষীরা যশোর সড়কে ছাতিয়ান তলা প্রধান সড়কের দুই ধারে প্রায় ১৮ শত তালের বীজ রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাবুলিয়াস্থ স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সেবা সংস্থাদের কর্মকর্তা এড. সিরাজুল ইসলাম (৩), প্রফেসর মো: রজবআলী, এসএম কওছার আলী, হোমিও চিকিৎসক ডা: মো: ইসরাইল, মো: মহিবুলাহ, সাংবাদিক নেওয়াজ মিনাল সহ স্থানীয় নেতৃবৃন্দ। উলেখ্য বাবুলিয়াস্থ সামাজিক সংগঠন সেবা সংসদ দীর্ঘদিন মাদক বিরোধী প্রচার অভিযান, ফ্রি চক্ষু ক্যাম্প, বৃক্ষ রোপন সহ বিভিন্ন কর্মসুচী পালন করে আসছে।