স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় সোনালী ব্যাংকের ডিজিএম মোঃ শাহ আলমের সাথে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় সোনালী ব্যাংকের ডিজিএমের নিজস্ব কক্ষে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুর রব ওয়ার্ছি, ফারহা দিবা খান সাথী, সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান রাসেল, সদস্য অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, মো: শফিউদ্দিন। নেতৃবৃন্দরা বলেন, সোনালী ব্যাংক বাংলাদেশের একটি অন্যতম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। কোন গ্রাহক যেন হয়রানির স্বীকার না হয় পাশাপাশি গ্রাহকদের সাথে ব্যাংক কর্মকর্তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে হবে। সোনালী ব্যাংকের ডিজিএম মো: শাহ আলম জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দের কথাগুলি ধৈর্যের সাথে শোনেন। এ সময় তিনি বলেন, সোনালী ব্যাংক গ্রাহকদের সেবা প্রদান করে যাচ্ছে। লেনদেনের ক্ষেত্রে কোন গ্রাহক যাতে দূর্ভোগে না পড়ে অথবা কোন গ্রাহক সমস্যা জানালে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দের ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের এজিএম মো: মশিউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু।