স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় স্টাটিকস্ শিক্ষা সহায়ক সংস্থার নব-গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। স্টাটিকস শিক্ষাা সহায়ক সংস্থার আয়োজনে গতকাল রাতে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, অতি: জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, সাবেক মন্ত্রী ডাঃ আবতাবুজ্জামান, পৌর মেয়র তাসকিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুলাহ আল মামুন, অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন স্টাটিকস্ শিক্ষা সহায়ক সংস্থার সহ সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াদুদ, অধ্যাপক মোজাম্মেল হোসেন, প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ সিদ্দিকুর রহমান, এসময় সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার সাধারন সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু।