স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা জেলায় অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। অর্থনৈতিক অঞ্চল গঠিত হলে জেলায় কৃষি, শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে অপরিসীম সম্ভাবনাময় ক্ষেত্র স্থাপন হবে। বৃদ্ধি পাবে কৃষি, মৎস্য, ডেইরী শিল্প সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। গড়ে উঠবে বিভিন্ন শিল্প কলকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। কর্মসংস্থান সৃষ্টি হবে জেলার হাজার হাজার মানুষের। এতে একদিকে অর্থনৈতিক সমৃদ্ধ হবে অন্যদিকে বেকারত্ব ঘুচবে। ইতিপূর্বে সাতক্ষীরার রসালো আম, কুল, বরুই ও শাকসবজি চীন, জাপান, ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশে রপ্তানী করে সুনাম অর্জন করেছে। সাতক্ষীরার সাদা সোনা নামে খ্যাত চিংড়ী মাছ রপ্তানিতে বেশ সুনাম অর্জন করেছে। জেলায় ইতিমধ্যে বাইপাস সড়ক তৈরি হওয়ায় ভোমরা স্থল বন্দর সহ এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা পূর্বের তুলনায় উন্নত হয়েছে। বিশেষ করে বহু প্রতিক্ষিত পদ্মা সেতুতে যান চলাচল শুরু হলে এবং যশোর সাতক্ষীরা রেল লাইন স্থাপিত হলে দেশের অর্থনীতিতে সাতক্ষীরার উন্নয়ন ও অর্থনৈতিক অঞ্চলের নতুন মাত্রা যোগ হবে। সাতক্ষীরা একটি সম্ভাবনাময় জেলা। এ জেলায় খেলাধুলা, চিকিৎসা, শিল্প ক্ষেত্রে সুপরিচিত অনেক আগে থেকে। বিশেষ করে সাতক্ষীরার কৃতি খেলোয়াড়রা বিশ্বের বহু দেশ সাতক্ষীরা তথা বাংলাদেশকে পরিচিতি করেছেন। সাতক্ষীরায় একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির একটি প্রস্তাব প্রেরন করেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাতক্ষীরা বাসীর প্রতি আন্তরিকতা দেখিয়ে অর্থনৈতিক অঞ্চল গঠনের অনুমোদন করেছেন। উলেখ্য, সাতক্ষীরায় একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে জেলা আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ভোমরা সিএন্ডএফের আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন দীর্ঘদিন সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ অব্যাহত রেখেছেন। অর্থনৈতিক অঞ্চল অনুমোদনে তার ভূমিকা অনস্বীকার্য।