মীর আবুবকর \ সাতক্ষীরার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১ গুরুতরআহত হয়েছে আরো ৬ জন। ঘটনাটি গতকাল দুপুরে সাতক্ষীরা-যশোর সড়কের তুজুলপুর বাজার এলাকায় পরিবহন ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত শহরের রইচপুর গ্রামের মৃত্যু মাজেদ মোড়লের পুত্র বাবু (৪৫)। আহতরা হলেন, নিহতের ভাই মোকলেসুর রহমান (৩০) রইচপুর গ্রামর ফারুক হোসেন (৩২), ইটাগাছা এলাকার খোকনের পুত্র ছলেমান (৩৫), ঐ এলাকার গফুরের পুত্র ইসলাম (৫৫), সুপারিঘাটা গ্রামের সাধন দাসের পুত্র কার্তিক দাস (৩৩), আশাশুনি উপজেলার প্রতাপনগর শামীম রেজা (৩২)। জানা গেছে, শ্যামনগর থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা স্বপ্নীল পরিবহনটি তুজুলপুর বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজ্ঞিনভ্যানে মুখোমুখি ধাক্কা লেগে ইঞ্জিন ভ্যানটি ছিটকে পড়ে। পরিবহনটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। ইঞ্জিন ভ্যানে থাকা ৬ জন গুরুতর আহত হয়। এ সময় পরিবহনে থাকা ১জন আহত হন। তাৎক্ষণিক উদ্ধার করে আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করে। আহত সকলেই শারীরিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবহনটির সামনে অংশ দুমড়ে-মুচড়ে গেছে। আহতরা সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাতক্ষীরা সদর থানার ওসি মোহাম্মদ গোলাম কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশের সুরত হালের প্রস্তুতি চলছে।