স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামালের সাতক্ষীরায় আগমন উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড.কাজী এরতেজা হাসান, সিআইপি’র সার্বিক নির্দেশনায় ও সাতক্ষীরা পৌর যুবলীগের ব্যবস্থাপনায়, গতকাল বিকালে শহরের ঐতিহ্যবাহী পি,এন,হাই স্কুল প্রাঙ্গণ থেকে পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু ও সাধা: সম্পাদক তুহিনুর রহমান তুহিনের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় যুবলীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিল।