স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-২২৭৭) ত্রি-বার্ষিক নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি সাধারন সম্পাদক সহ ১৩ পদের বিপরীতে ১৯ জন প্রতিদ্বন্দিতা করেছেন। সভাপতি পদে ছাতা প্রতিকে ২৮৬ ভোট পেয়ে শ্রীদাম দে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মিলন কুমার (২১৭) ভোট পেয়েছেন। সাধারন সম্পাদক পদে গোলাপ ফুল প্রতিকে ২১৯ ভোট পেয়ে সুমন বিশ্বাস নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী উৎপল দে ১৫৬ ভোট পেয়েছে। বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক শংকর অধিকারী ও ক্রীড়া সম্পাদক নন্দপাল। অন্যান্য পদে বিজয়ী হলেন যারা সহ-সভাপতি দিবস কর্মকার ৩৯১, সহ-সাধারন সম্পাদক শিমুল রায় ২৬৭, সাংগঠনিক সম্পাদক কৌশিক কর্মকার ২৪৩, কোষাধ্যক্ষ অরুন দত্ত বাবু ৩০৩, প্রচার সম্পাদক সুমন কুমার মিস্ত্রী ৩০২, কার্যনির্বাহী সদস্য আনন্দ কুমার দে ৪২২ ও নিত্যানন্দ সরকার নিত্য ৩৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সদর স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ৯টায় জেলা জুয়েলার্স সমিতির কার্যালয় ভোট গ্রহন শুরু হয়ে বিরতীহীন ভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে শহরের পাকাপুল সহ আশপাশের এলাকা লিপলেট ব্যানারে সুসজ্জিত করা হয়েছে। নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চেয়ে সমর্থকরা ভোটারদের প্রার্থীর ছবি ও প্রতিক নিয়ে পরিচিত করার চেষ্টা করে। নির্বাচনী পরিবেশ সুন্দর ও শান্তিপূর্ণ রাখতে পুলিশের উপস্থিত ছিল বেশ লক্ষনীয়। সকাল থেকে ভোটাররা সুশৃংখল ভাবে সারিবন্ধ হয়ে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। নির্বাচনে ৫৪৬ জন ভোটারের মধ্যে ৫১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের সার্বিক অবস্থা পর্যবেক্ষন করেন জেলা জুয়েলার্স সমিতির সভাপতি গৌর দত্ত, সাধারন সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু সহ জুয়েলার্স সমিতির নেতৃবৃন্দ। প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন এড. তারেক মিত্র, সহকারী কমিশনার মিলন দত্ত ও জয়দেব মলিক, সার্বিক তত্ত¡াবধায়ন করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক দিলীপ চন্দ্র ও সদস্য সচিব সুশান্ত কুমার চৌধুরী।