স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় স্বপ্লমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির বিশেষ সেবা সপ্তাহ উদযাপনের লক্ষ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যৌথ আয়োজনে গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিডি মো: বশির আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: শেখ সুফিয়ান রুস্তম, অতি: জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন, সহকারী জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দিন মোহাম্মদ, সাতক্ষীরা মা ও শিশু কেন্দ্রের চিকিৎসক ডাঃ লিপিকা বিশ্বাস, ডা: প্রবীর কুমার মুখার্জী, মো: সেলিম হোসেন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রধান সহকারী মো: জিল্লুর রহমান সহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখ্য আগামী ১৪-১৯ স্বপ্লমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির বিশেষ সেবা সপ্তাহ উদযাপনের লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।