স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যাওয়া বাসের যাত্রীদের উদ্ধার করলেন ৩৩ বিজিবি সদস্যরা। ঘটনাটি গতকাল বিকাল ৩টায় সাতক্ষীরা যশোর সড়কে সদরের উজুরপুর নামক স্থানে ঘটে। জানাগেছে কলারোয়া থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী যশোর মেট্রো ঝ-০৪-০০৬৭ নং বাসটির চাকা পাঞ্চার হয়ে সদরের উজুরপুর নামক স্থানে উল্টে যায়। খবর পেয়ে ঝাউডাঙ্গা বিজিবি ক্যাম্পের টহল দল দ্রুত ঘটনা স্থানে পৌছান। এসময় গাড়ীতে থাকা ১০-১৫ জন যাত্রী গুরুত্বর আহত হয়। তাদের উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভত্তি করে। বিজিবি সদস্যরা জেলার সিমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।