স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় এক মটরসাইকেল চালকের করুন মৃত্যু হয়েছে। মর্মান্তিক দূর্ঘটনায় গতকাল দুপুরে সাতক্ষীরা যশোর মহাসড়কে ঝাউডাঙ্গা এলাকায় ঘটে। নিহত মটরসাইকেল চালক শামসুর রহমান (৩৫) সদরের ঝাউডাঙ্গা গোবিন্দকাটি গ্রামের সিদ্দিকুর রহমানের পুত্র। জানাগেছে, গতকাল দুপুরে মটরসাইকেল দ্রুত গতিতে চালিয়ে সামনে যাওয়ার সময় পড়ে গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সদর থানার ওসি মোহাম্মদ গোলাম কবির জানান, মটর সাইকেল চালকের লাশ উদ্ধার পুর্বক সুরাত হালশেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।