স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সড়ক দূর্ঘটনায় নিহত ব্যবসায়ী বজলুর রহমান ও ব্যবসায়ী আব্দুস ছালামের লাশ দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১০টায় শহরের পলাশপোল হাইস্কুলে আব্দুস ছালামের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে লাশ কামালনগর সরকারী কবরস্থানে দাফন করা হয়। অপর দিকে গতকাল দুপুরে মরহুম বজলুর রহমানের জানাযার নামাজ শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে লাশ রসুলপুর সরকারী কবর স্থানে দাফন করা হয়। উভয় জানাযায় আত্মীয়স্বজন, ব্যবসায়ী সহ বিপুল সংখ্যক মুসলীরা উপস্থিত ছিলেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।