ফিংড়ী প্রতিনিধি ঃ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার ছাত্র গুরুতর আহত হয়েছে। সে সদর উপজেলার গোবরদাড়ী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র মোঃ রাসেল হোসেন, গত রবিবার সাতক্ষীলা আশাশুনি সড়কে এ দূর্ঘটনা ঘটেঠ। জানাগেছে, স্কুল ও মাদ্রাসা পর্যায় ইন্টার স্কুল খেলা প্রতিযোগীতা শুরু হয়েছে। সেটি খেলতে যাওয়ার সময়। গত রবিবার ধুলিহর আদশ্য মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলতে যাওয়ার সময় আশাশুনি টু সাতক্ষীরা সড়কের মেইন রোডে কোমরপুর আমতলা বলফিল্ড মাঠের সামনে সাতক্ষীরা থেকে আশা বাস ও ইঞ্জিন ভ্যান মুখোমুখি সংঘর্ষে পরিক্ষার্থী রাসেল ছিটকে পড়ে মাথায় গুরুতর আহত হয়। আহত রাসেলকে স্থানীয়রা ও মাদ্রাসার শিক্ষার্থীরা উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকা জনক দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। বর্তমানে সে খুলনা গাজী মেডিকেল হাসপাতালে আইসিউতে ভর্তি আছে।