স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা যশোর সড়কে ইজিবাইকের ধাক্কায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। মর্মান্তিক দূর্ঘটনাটি গতকাল সকাল ৯টায় সদরের ওয়ারিয়া নামক স্থানে ঘটে। নিহত ভ্যান চালক কালগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা বর্তমানে সদরের তুজলপুর একটি বাসার ভাড়াটিয়া আব্দুর রউফ (৬৪)। স্থানীয় সূত্রে জানাগেছে, গতকাল সকালে সড়কে অবস্থানকারী চেকাররা একটি ইজিবাইক দাড় করানোর চেষ্টা করে। এসময় ইজিবাইকটি দ্রুত পালানোর চেষ্টা কালে ভ্যানের সাথে ধাক্কা লাগে পড়ে ভ্যান চালক গুরুত্বর আহত হয়। স্থানীয় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। সদর থানার ওসি তদন্ত মো: নজরুল ইসলাম জানান লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।