স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঔষধ কোম্পানীর ম্যানেজার করুন মৃত্যু হয়েছে। মর্মান্তিক দূর্ঘটনাটি গতকাল সকালে সদরের আলীপুর চেকপোষ্ট্রের সামনে ঘটে। নিহত যশোর জেলার চৌগাছা থানার পাতিবিলা গ্রামের নুর হোসেনের পুত্র এরিস্টো ফার্মা লিমিটেডের সাতক্ষীরা এরিয়া ম্যানেজার রিপন উদ্দীন (৩৭)। জানাগেছে, ঔষধ কোম্পানীর প্রতিনিধি রিপন সকালে শহর থেকে মটর সাইকেলে দেবহাটা যাচ্ছিল। চেকপোষ্ট এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে সে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা অবনতি হলে খুলনা মেডিকেল রিফার করা হয়। সেখানে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে তার মৃত্যু খবর চারিদিকে ছড়িয়ে পড়লে সহকর্মীরা এক নজর দেখার জন্য ছুটে যায় হাসপাতালে।