মীর আবু বকর \ সাতক্ষীরায় হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন নগদ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের আয়োজনে গতকাল বেলা ১২টায় পুলিশ লাইন্স ডিলসেটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান প্রকৃত মালিকদের কাছে মোবাইল ফোন ও নগদ টাকা হস্তান্তর করেন। এ সময় তিনি বলেন সাতক্ষীরা জেলা সহ পার্শ্ববর্তী এলাকা থেকে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ প্রকৃত মালিকদের ফেরত দিয়ে আসছেন। বিশেষ করে মোবাইলে বিকাশ ও হ্যাকিংয়ের মাধ্যমে খোয়া যাওয়া টাকাও উদ্ধার করছে পুলিশ। এই কর্মকাণ্ড সফলভাবে সহায়তা করছেন পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। তিনি আরো বলেন, মানুষ অপরাধ করবে কিন্তু জনগণ সচেতনতা হলে অপরাধ অনেক অনেক অংশ কমে যাবে। মনে রাখবেন অপরাধী যতোই কৌশলী ও চালাক হোক ডিজিটাল প্ল্যাটফর্মে পুলিশ সাইবার ইনভেস্টিগেশন মাধ্যমে তাকে আটক করবে। এবার মোট ৪০টি বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৯ লক্ষ টাকা। পাশাপাশি বিকাশ ও নগদের ভুল নাম্বারে প্রতারিত করে নিয়ে যাওয়া ১ লক্ষ ৯১ হাজার টাকা। এ সকল মোবাইল ও নগদ টাকা প্রকৃত মালিকদের মাঝে হস্তান্তর করা হচ্ছে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার প্রশাসন মোঃ সজিব খান অতিঃ পুলিশ সুপার ক্রাইম ও অপস কনক কুমার দাস, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোঃ জাহিদ বিন আলম, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ বাবুলর রহমান খান সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত উদ্ধারকৃত মোবাইল ও টাকা প্রকৃত মালিক উপস্থিত ছিলেন।