স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা আগরদাড়ী স্বরস্বতী প্রতিমা ভাংচুর সহ সংখ্যালঘু স¤প্রদায়ের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্যযুব পরিষদের উদ্যোগে গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে যুব ঐক্য পরিষদের আহবায়ক ইন্দ্রজিৎ সাধুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু বক্তব্য রাখেন যুব ঐক্য পরিষদের নেতা গৌতম কর্মকার, আশীষ মন্ডল, রিন্টু ঘোষ, সঞ্জয় সরকার, উদিচির জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান। এ বক্তারা এসকল নেক্কার জনক ঘটনার নিন্দা জানান। এবং জড়িতদের গ্রেফতার পুর্বক শাস্তির দাবি করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন যুব ঐক্য পরিষদের সদস্য সচিব রঞ্জিত ঘোষ।