স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় হ্যালোর বাছাইকৃত শিশু সাংবাদিকদের দ্বিতীয় পর্বের ফলোআপ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় সাতক্ষীরা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে একাডেমিক ভবনের ৩য় তলায় এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন ইমরান হোসেন রাকিব, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শুরু হয়। শিশু সাংবাদিক হৃদয় মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত শিশু সাংবাদিকদের কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও উদ্বোধন ঘোষনা করেন সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উলা আল হাদী, উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত আনিসুর রহিমের স্মরনে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য সচীব আমিনা বিলকিস ময়না, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের জেলা প্রতিনিধি কৃষ্ণ ব্যানার্জী, শিশু সাংবাদিক অঘ্র:, মৌনিতী রহমান মোহনী ও সুদীপ্ত দেবনাথ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলিভিয়া মন্ডল লাওরা। স্বাগত বক্তব্য রাখেন বিডি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি শরীফুলাহ কায়সার সুমন।