স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ১৩দফা দাবী আদায়ের লক্ষ্যে মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীনের সাতক্ষীরা জেলার আয়োজনে জেলা সভাপতি এএএম ওজায়েরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সিনিয়র সহ সভাপতি ডঃ আবুল হাসান, সাধারন সম্পাদক মোঃ আলতাফ হোসেন। দাবিগুলি হলো মাদ্রাসা শিক্ষার জন্য এ সরকারের প্রনীত ও জাতীয় সংসদ গৃহীত জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্নিত মাদ্রাসা শিক্ষার স্বীকৃতি লক্ষ্যে ও উদ্দেশ্য পূরনের উপযোগী স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যসূচী এবং পাঠ্যবই ঘঈঞই, অনতিবিলম্বে একটি সমন্বিত কমিটি গঠন করে এ কাজ শুরু করতে হবে, সাধারন শিক্ষায় ঝঝঈ পরীক্ষা দশটি বিষয়ে অনুষ্ঠিত হবে, বেসরকারি সকল স্তরের শিক্ষক কর্মচারীগনের চাকুরী জাতীয়করন করতে হবে সহ ১৩দফা দাবীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়া বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীনের সাতক্ষীরা জেলা, উপজেলার সভাপতি, সাধারন সম্পাদক ও শিক্ষক, শিক্ষিকা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।