স্টাফ রিপোর্টার ঃ ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা আ’লীগের আয়োজনে গতকাল বিকালে শহরের মাওয়া চায়নিজ রেস্টুরেন্টের সামনে জেলা আ’লীগের (ভারপাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি তিনি বলেন, জামাত বিএনপি আ’লীগকে ধ্বংস করার লক্ষ্যে বারবার চেষ্টা করেছে। তাদের ষড়যন্ত্র সফল হয়নি। জঙ্গীগোষ্ঠী ১৭ আগষ্ট সারা দেশে সিরিজ বোমা হামলা চালিয়ে ছিল। আ’লীগ সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। কোন ভাবে জঙ্গীদের মাথা উচু করতে দেওয়া হবে না। বক্তব্য রাখবেন, জেলা আ’লীগের সাবেক সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব নজরুল ইসলাম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সহিদ উদ্দিন, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আছাদুজ্জামান বাবু, আহম, তারেক উদ্দীন, আ’লীগ নেতা, ডাঃ মুনসুর আহমেদ, লাইলা পারভিন সেজুতি, ডা. সুব্রত ঘোষ, শেখ নাসেরুল হক, শাহাদাৎ হোসেন, শিমুন শামস, আব্দুর রশিদ, শেখ রাশেদুজ্জামান রাশি, শেখ মনিরুল হোসেন মাছুম, মহিলা আ’লীগের জ্যোস্না আরা, জেলা ছাত্রলীগের আশিকুর, সুমন, তাতীলীগের শেখ আলমগীর হোসেন, সহ জেলা আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন।