স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ১ অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। গতকাল বিকালে সদরের অদূরে বিনেরপোতায় বিসিক এলাকায় একটি মাছের ঘের থেকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানাগেছে, গতকাল বিকালে বিনেরপোতায় একটি মাছের ঘেরে ১ অজ্ঞাত লাশ দেখতে পেয়ে সদর থানায় খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থান থেকে লাশ উদ্ধার করে। তার কোন পরিচয় পাওয়া যায়নি। এবিষয়ে জানতে চাইলে সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো: নজরুল ইসলাম দৈনিক দৃষ্টিপাতকে জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। তবে কয়েক জন জানান ঐ মহিলা পাগলী তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।