স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ২দিন ব্যাপী আবহমান বাংলা সাংস্কৃতিক উৎসব ১৪২৯ সম্পন্ন হয়েছে। “সাংস্কৃতিক মহত্ত¡ প্রকাশ পায় তার উৎসবের মাধ্যমে” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মহান বিজয়ের মাসে সাংস্কৃতির সেতু বন্ধনে বিশ্ব মৈত্রী সাংস্কৃতি পরিষদের সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গতকাল বিশ্বমৈত্রী সাংস্কৃতি পরিষদের জেলা সভাপতি নাসরীন খান লিপির সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার খুলনা আঞ্চলিক পরিচালনা নিতাই কুমার ভট্টাচার্য। খুলনা ও জনপথ বিভাগের অতি: প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী, তত্ত¡াবধায়ক প্রকৌশলী কুষ্টিয়া মো: আবুহেনা মোস্তফা কামাল। অনুষ্ঠানে দেশবরেণ্য সাংস্কৃতি কর্মীদের সমন্বয়ে একক ও দলগত অংশ গ্রহনে আবহমান বাংলা সাংস্কৃতিক তুলে ধরেন শিল্পীরা। সার্বিক তত্ত¡াবধায়ন করেন বিশ্ব মৈত্রী সাংস্কৃতি পরিষদের জেলা সাধারন সম্পাদক শামীমা পারভীন রতœা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন।