স্টাফ রিপোর্টার ঃ ২০৪১ বাংলাদেশ হবে নান্দনিক মূল্যবোধের অবক্ষয় ও সোনার মানুষ চাই শীর্ষক বিতর্ক রচনা পুরস্কার বিতরন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে, গতকাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে অতি: জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে প্রবন্ধ পাঠ করেন সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বাসু, আলোচক ছিলেন সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লাইলা পারভীন সেজুতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সভায় বক্তব্যে মহান স্বাধীনতার ইতিহাস ঐতিহ্য, নান্দনিক বাংলাদেশ গড়ার কর্মপরিকল্পনা সহ বীর মুক্তিযোদ্ধাদের জীবন এবং যুদ্ধকালীন কর্মকান্ড নিয়ে আলোচনা করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন।