স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ২১ আগষ্ট গ্রেনেড হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরায় পৌর আ’লীগের আয়োজনে গতকাল বিকালে শহরের মাওয়া চাইনিজ সামনে পৌর আ’লীগের সভাপতি শেখ নাসেরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি তিনি বলেন, স্বাধীনতা বিরোধী জঙ্গী গোষ্ঠী আ’লীগকে ধ্বংশ করার জন্য বারবার হামলা চালিয়েছেন। তারা ভেবেছিল বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে হত্যা করলে আ’লীগ শেষ হয়ে যাবে। ২০০৪ সালে আ’লীগের শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে পন্ড করেছিল। সেদিন বর্বোরোচিত হামলায় অল্পের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রক্ষা পেয়েছিল। কিন্তু দুঃখের বিষয় মহিলা আ’লীগের নেত্রী আইভির রহমান সহ বহু নেতার প্রান হারায়। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব নজরুল ইসলাম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আ’লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছাদুজ্জামান বাবু, সাংগঠনিক কাজী আক্তার হোসেন, আ’লীগ নেতা লাইলা পারভিন সেজুতি, ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, এসময় জেলা আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন।