স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ২ দিন ব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় পুরস্কার বিতরনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় গতকাল দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাহিদুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিেিলন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামীম ভুইয়া। এসময় তিনি বলেন, এই মেলায় কোমলমতি শিক্ষার্থীরা নিজেদের মেধাকে বিকশিত করে নতুন নতুন উদ্ভাবন উপস্থাপন করেছে। প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। আগামীতে এই শিক্ষার্থীরা দেশের বিভিন্ন দপ্তরে হয়ে দেশ ও জাতির কল্যানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল বারী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল হোসেন, একাডেমীক সুপার ভাইজার সানজিদা খাতুন প্রমুখ। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আবুল হাসান।