স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ২ দিন ব্যাপী ৫১তম বার্ষিক ঐতিহাসিক আমিনিয়া ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল আমিনিয়া মাদ্রাসা সংলগ্ন ময়দানে আমিনিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মো: ফজলুল করিমের সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে কোরআন হাদীসের আলোকে বক্তব্য রাখেন আলহাজ্ব হযরত মাও: মো: শরীফুল আমীন (পোতা হুজুর) মাওলানা বাগ বশিরহাট দরবার শরীফ ভারত, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, হযরত মাওঃ অধ্যক্ষ আবু সাঈদ নোয়াপাড়া সিদ্দিকীয়া আলিম মাদ্রাসা, দক্ষিন খুলনা। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন আলহাজ্ব হযরত মাও: মুহাদ্দিস মো: আকরাম হুসাইন পেশ ইমাম, উপজেলা পরিষদ জামে মসজিদ কালিগঞ্জ, বিশেষ আকর্ষনীয় বক্তা হযরত মাও: হাফেজ কারী মো: মনোয়ার হুসাইন কুষ্টিয়া ইসলামি বিশ্ব বিদ্যালয়। পঞ্চম বক্তা হযরত মাও: মো: শামছুর রহমান দক্ষিন খুলনা, ৬ষ্ঠ বক্তা হযরত মাও: মো: মহিবুলাহ সাফওয়ান ফরিদী ইমাম ও খতিব রসুলপুর সরকারি কবরস্থান জামে মসজিদ। মাহফিল পরিচালনা করেন কাজী শরিফুল ইসলাম ময়না, শেখ জাহাঙ্গীর হোসাইন, মো: জিলুর রহমান, মো: শহিদুল ইসলাম কালু। অনুষ্ঠান পরিচালনা করেন বিদায়ী ছাত্র হাফেজ মাও: খালিদ হাসান, মো: তাজবীর আলম (পিকলু) হাফেজ মাও: শামীম, মুয়াজ্জিন মো: আশরাফুল আলম। সহযোগিতায় ছিলেন হাফেজ মাও: মো: বাদশাহ ফয়সাল সহকারী শিক্ষক, মাহফিল শেষে সকল মৃত্যু ব্যক্তির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।