রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন

সাতক্ষীরায় ২ দিন ব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

মীর আবু বকর ॥ সাতক্ষীরা ২দিন ব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। “বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় গতকাল সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং বেলুল-ফেস্টুন উড়িয়ে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করেন অতিঃ জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সরোয়ার হোসেন। তিনি বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ল্যাব স্থাপন করেছেন। শিক্ষকদের জন্য নতুন কারুকালাম প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। বর্তমান শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটেছে। বিজ্ঞান ও ডিজিটাল কাজে লাগিয়ে নতুন প্রযুক্তিকে উদ্ভাবন করছে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাদের মেধাকে কাজে লাগিয়ে যজ্ঞ করে গড়ে তুলতে হবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি,সদর উপজেলা প্রকল্প বাস্তববায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, সদর উপজেলা সমাজ সেবা অফিসার শেখ সহিদুর রহমান। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ বছর মেলায় সদর উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ কাবিজুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com