শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন

সাতক্ষীরায় ৩টি ব্যাংক অবরুদ্ধ রাখলেন পৌরসভা কর্মচারী ইউনিয়ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ব্যাংক অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচী পালন করেছে সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। পৌরসভা কর্মচারী কল্যান সমিতির নেতা দৃষ্টিপাতকে জানান ন্যাশনাল ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, পূর্বালী ব্যাংকে সাতক্ষীরা পৌরসভা একাউন্ট রয়েছে। ঐ ব্যাংক থেকে পৌরসভার কোন চেক পাশ করছেনা। এক্ষেত্রে সকল কর্মকর্তা কর্মচারীদের বেতন সহ অন্যান্য লেনদেন বন্ধ হয়েগেছে। অনুপায় হয়ে আমরা অবস্থান কর্মসুচি পালন করছি। এসময় ঐ সড়কে ব্যাংকের সামনে পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী সহ পৌরসভার পরিবহন কাজে নিয়োজিত গাড়ী সেখানে রেখে দেওয়া হয়। এতে ব্যাংকে সেবা নিতে আসা গ্রাহককে দূর্ভোগে পড়তে হয়। শুধু তাই নয় ঐ রাস্তায় চলাচলকারীদের ভোগান্তী পোহাতে হয়। এদিকে জানজট সৃষ্টি হওয়ায় তাৎক্ষনিক ঘটনা স্থানে পুলিশ উপস্থিত হয়ে পরিবেশ স্বাভাবিক করার চেষ্টা করে। তবে ব্যাংক কর্তৃপক্ষ পুলিশের উপস্থিতিতে জানান, আগামী ২ দিনের মধ্যে সমস্যার সমাধান করবেন বলে আশ্বস্থ করে। এতে তাৎক্ষনিক পৌরসভার কর্মচারীরা কর্মসূচী প্রত্যাহার করে। জানাগেছে, সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ কারাগারে গেলে স্থানীয় সরকার মন্ত্রনালয় তাকে সাময়িক বরখাস্ত করে ঐ পত্র ভারপ্রাপ্ত মেয়র হিসাবে কাজী ফিরোজ হাসানের উপর দায়িত্ব অর্পন করেন। একই সাথে তাকে অর্থনৈতিক ক্ষমতা প্রদান করেন। কিন্তু মেয়র তাসকিন আহমেদ জামিন পেয়ে উচ্চ আদালতে একটি আদেশ নিয়ে ব্যাংকে প্রদান করলে ঐ তিনটি ব্যাংক পৌরসভার লেনদেন বন্ধ করে দেয়। তবে স্থানীয় সরকার থেকে পরে কোন পত্র ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান কে প্রদান করা হয়নি। এমনি ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানকে মেয়র তাসকিনকে দায়িত্ব বুঝে দেওয়ার কথা বলা হয়নি। মেয়র দ্বন্দে কারনে প্রায় ২ মাস পৌর কর্মচারী বেতন পাচ্ছে না। অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, সকল কাউন্সিলর। পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সচিব লিয়াকত হোসেন, সহকারী প্রকৌশলী আক্তারুল ইসলাম তপু, সাগর দেব নাথ, লাইসেন্স শাখার জুলহাজ, আদায়কারী পিন্টু, কর্মচারী কল্যান সমিতির সভাপতি মীর নাছির আলী, সাধারন সম্পাদক সরশ কুমার সহ কর্মকর্তা কর্মচারী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com