স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ৩৩ বিজিবি পৃথক অভিযানে ২০টি স্বর্ণের বার সহ ২ চোরাকারবারীকে আটক করা হয়েছে। ৩৩ বিজিবি সূত্রে জানাগেছে, গতকাল সকার ৮টায় বিজিবির ভোমরা বিওপির টহল বাঁশকল এলাকায় অভিযান চালিয়ে ঐ এলাকায় বাইসাইকেল গামী মো: আশরাফুল ইসলাম (২৪) কে আটক পূর্বক তার তল্লাশী করে কোমরের ডান পার্শ্ব হতে ১০টি স্বণের বার উদ্ধার করে। সে চৌবাড়িয়া গ্রামের নূর হামজার পুত্র, অপর দিকে গতকাল বিকালে সাড়ে ৩টায় বিজিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষীদাড়ী এলাকা থেকে মো: সাইফউদ্দীন (২৩) নামে ১ যুবককে আটক পূর্বক তার দেহ তল্লাশী করে প্যান্টের ডান পকেট থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করে। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করে জানান আটক কৃতদের বিরুদ্ধে পৃথক মামলা পূর্বক সদর থানায় প্রেরণ ও স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারীতে জমা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য আনুমানিক ৩ কোটি ৩৭ লক্ষ ৮৬ হাজার ৪২১ টাকা প্রায়।