শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন

সাতক্ষীরায় ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৪ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় বিআরডিবি কর্তৃক বাস্তবায়নধীন পল্লী জীবিকায়ন প্রকল্প ৩য় পর্যায়ের আওতায় গঠিত পল্লী উন্নয়ন দলের ৩ দিনব্যাপী আয়বধন মূলক কর্মকাণ্ড হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সাতক্ষীরা সদর উপজেলা আয়োজনে গতকাল বেলা ১২ টায় সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী জীবিকায়ন প্রকল্প ৩য় পর্যায়ের বিআরডিবি ঢাকা উপ প্রকল্প পরিচালক মোঃ মাহাবুবুর রশীদ তালুকদার। তিনি প্রশিক্ষণ উদ্বোধন কালে বলেন, আন্তরিকতার সাথে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ গ্রহণের পর সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। আপনি এমনভাবে প্রশিক্ষণ গ্রহণ করবেন, যাতে অপরকে শিক্ষা দিতে পারেন। আপনার সীমিত আয়ের মাধ্যমে পরিবারটি সুন্দরভাবে চলতে পারে। সরকার আপনাদের স্বাবলম্বী করার জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা বিআরডিবি উপপরিচালক আবু আফজাল মোহাম্মদ সালেহ, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব, সদর উপজেলা বিআরডিবি কর্মকর্তা শেখ জাহাঙ্গীর আলম। এ সময় সদর উপজেলার বিভিন্ন এলাকার ৪০ জন নারী উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণ করেন। কোস প্রশিক্ষক ছিলেন উক্ত প্রকল্পের উপজেলা কর্মকর্তা জিএম আজমল হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com