মীর আবু বকর \ সাতক্ষীরায় ৪৯তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগারি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা শিক্ষা অফিসার এসএম আবদুলাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমান, তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার প্রশাসন মোঃ সজিব খান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, পুলিশ পরিদর্শক রেজাউল ইসলাম রেজা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক তৈয়েব হাসান বাবু, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাঃ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দিতা করেন কালিগঞ্জ উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় বনাম তালা উপজেলার পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। খেলায় পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ২-১ গোলে কালিগঞ্জ উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।রেফারি দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর কবির,আবু ওয়াহিদ, মজনু ইলাহি। এসময় জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।