স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় ৫ ম পর্যায়ের ২৫০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাবেন।এর মধ্যে আশাশুনি উপজেলায় ১৪০ টি এবং সাতক্ষীরা সদর উপজেলায় বালিথা এল্লারচর আশ্রয়ন প্রকল্পের নতুনভাবে নির্মিত ১১০ টি দ্বিকক্ষ বিশিষ্ট গৃহ প্রস্তুত করা হয়েছে। এ ঘর প্রদানের মাধ্যমে আশাশুনি উপজেলা এবং সাতক্ষীরা সদর উপজেলা কে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।গতকাল দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। জেলা প্রশাসক আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আসন্ন পবিত্র ঈদুল আজহার উপহার হিসাবে এই ঘরগুলি হস্তান্তর করবেন। সদর প্রতিটি ঘরের জন্য ২ লক্ষ ৯৩ হাজার ২৭ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে উপকার রোগীদের জন্য নির্মিত ঘরের দলিল,নামজারী এবং গৃহের গৃহ সনদ ও নাম ফলক প্রস্তুত রয়েছে। আগামী ১১ জুন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অনুষ্ঠানের মধ্যদিয়ে ঘর হস্তান্তর উদ্বোধন করবেন। এই দিয়ে জেলায় প্রায় সাড়ে তিন হাজার পরিবারকে পুনর্বাসন করা হলো।এর মধ্যেমে জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন,অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, আর ডিসি মোঃ আরিফুজ্জামান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ সহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন। অপরদিকে গতকাল বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলা নির্বাহী অফিসারের ডিজিটাল কনফারেন্স রুমে সদর উপজেলায় গৃহ হস্তান্তর বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোইয়েব আহমেদের সভাপতিত্বে ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক, উপজেলা সমবায় অফিসার মোঃ করিমুল ইসলাম সহ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।